আজ (০১জুলাই) বুধবার সকাল ১১ ঘটিকার সময় বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার উপজেলা প্রকৌশলী, এলজিইডির কর্মকর্তা তোফাজ্জল হোসেন ভূইয়া অবসরগ্রহণ উপলক্ষে নাইক্ষ্যছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি এবং নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার সহ প্রমুখ। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ শফিউল্লাহ বলেন দীর্ঘদিন আমরা একে অপরের সহযোগী হিসেবে কাজ করে আসছিলাম, তিনি অত্যন্ত সহযোগীপ্রবণ মানুষ হিসেবে সবার কাছে পরিচিত এবং আমি তার সাথে কিছুটা হলেও কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। বিদায়ী অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং স্থানীয় নেতৃবৃন্দরা নিজেদের অব্যক্ত কথাগুলো ব্যক্ত করেন। সর্বশেষে বিদায়ী উপজেলা প্রকৌশলীর হাতে সবাই সবার পক্ষ থেকে বিদায়ী সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাহার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
রফিকুল ইসলাম সুমন