আজ (২৭জুন) শনিবার দুপুর ২ঃ০০ ঘটিকার সময় বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠন (বিএসচিএস) ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার পক্ষ থেকে নাইক্ষ্যংছড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার মফস্বল সম্পাদক ও আইপি মাতৃজগত টিভির বার্তা পরিচালক সাংবাদিক এম.আবদুল হাকিম এবং জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুমন। এ সময় অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন এর সাথে মাদক নির্মূল বিষয়ে বিভিন্ন কথাবার্তা হয়। অফিসার ইনচার্জ বলেন, সাংবাদিকের পাশে থেকে অপরাধীদের নির্মূলে আমরা আ-মৃত্যু কাজ করে যাবো। সাংবাদিক এম. আবদুল হাকিম বলেন, আপনাদের সহযোগিতা পেলে আমরা সত্যের পক্ষ হয়ে অপরাধীদের সংবাদ প্রচার করার মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে সহযোগী হিসেবে কাজ করে যাবো।