নাফ নদীর জেলে
*****************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
**************************************
আমি নাফ নদীর জেলে –
নিতে হবে হাতে ভিক্ষার থলে
নামতে দেয় না নদীর জলে,
পেশা আমার মৎস্য আহরণ
দোষ কি আমার বলো –
সারাদিন জল খেলি,
আমার আচরণ।
অভাবির যত ব্যথা,দুঃখ কথা
বলি আমি নদী নাফের জেলে-
সাধু সাবধান,ঘুষের আদান-প্রদান
মাদক ইয়াবার দুর্নাম আমার গলে।
আমি জেলে আহরণ করি মাছ
জীবন যুদ্ধে মাছ ধরি বারো মাস
উদর জ্বালা পেটে,থাকে প্রশাসন ঘাটে
অহরহ মাদক ইয়াবা ধরা পড়ে মাঠে।
জাল ফেলে জীবিকা করি আমি সন্ধান
নকল জেলে দখল নিছে,নব্য জেলে সেজে
কৈবর্ত কথা যাচাই হোক যথাতথা –
কারা করে ইয়াবার ব্যবসা নব্য জেলে বেশে ?
ভিক্ষারে আমি জানাই ধিক্কার
কর্ম আমার অহংকার,
পেশা আমার অলংকার
দেখুন ভেবে প্রশাসন একবার।
আমি জেলে তাই বলে করিওনা অবহেলে
স্বাধীনতা যুদ্ধে আমারও অবদান ছিলে –
বাঁচতে চাই-বাঁচতে চাই,চাই আমি কর্ম
কর্ম করে জীবন ধারণ আমি জেলের ধর্ম।
জেলের ধর্ম জলে বাস
একি করো সর্বনাশ –
জীবন যুদ্ধে বসবাস
থাকি সদা বারো মাস।