নারীর প্রতি আমন্ত্রণ
*******************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
****************************
নারী হাতের মোবাইলে রং নম্বর মিসকল রিংটোন বাজে
না চিনে না বুঝে সাড়া দেয় নারী-সকাল আর সাঁঝে,
রাত-দুপুর নিরালায় নির্ঘুম– ছুটে কথার বন্যা
মা-বাবার খবর নাই — কার সাথে কথা বলে কন্যা।
মোবাইল যুগে নারী ভোগে হাজার রকম কষ্ট
পুরুষ কোমলতার সরলতায় তাদের করে নষ্ট,
আত্মসম্মান হয়রে খান-খান, শুনবে যখন লোকে
হাজার রকম দুঃখ চাপা — রাখে তারা বুকে।
ফেইসবুকে আলাপন ইন্টারনেটে জ্বালাতন
সহজে কপোকাত সেলফিতে নারী মন,
লাভ-ক্ষতির হাল-খাতা বুঝে তখন ক’জনে ?
হারায় মন হারায় ধন –সতীত্ব তার হরণে।
দুঃখ – শোকে কাতর পড়ে যখন দেহ-মনে থাবা
পুরুষ নামের বাজ পাখিটি শয়তানেরি বাবা,
ব্যথা আর বেদনা হাজার রকম যাতনা
নারীর সতীত্ব হরিতে পুরুষ করে ছলনা।
ইন্টারনেটর কাস্টোডিতে হাজার ছবির বন্যা
পর্ণো ছবির ডাস্টবিনে আমার দেশের কন্যা,
সরলতার সুযোগ বুঝে হরে তারা নারী মন
আত্মহত্যা নয় বৈরাগী হারায় তারা ধন।
কবি চাই সাবধানে চলাচল ধর্মীয় আচরণ
সতী নারীর নামটি থাকে সদা আমরণ,
যুগের তালে জীবন তোমার করিও নারী নিয়ন্ত্রণ
সতীত্ব রক্ষায় সৎ পথে চলতে, দিলাম তোমায় আমন্ত্রণ।