নারীর জন্য নিরাপদ সুবর্ণচর উপজেলা গড়ে তুলতে নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা পরিষদ হলরুমে বহুপাক্ষিক সংলাপ অনুষ্ঠিত হয়।সুবর্ণচর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ,শিক্ষক শিক্ষিকা,,ইমাম,প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানগণ,রাজনৈতিক নেতৃবৃন্দ,মানবাধিকার কর্মী,স্কাউট সদস্য,এনজিও কর্মী,সাংবাদিকসহ স্থানীয় শতাধিক মানুষ আলোচনা সভাতে অংশগ্রহণ গ্রহণ করেন।সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০:৩০ মিনিটের সময়ের উপজেলা পরিষদ হল রুমে সৈকত সরকারি কলেজ রোভার স্কাউটিং দলনেতা ইব্রাহিম খলিলের নেতৃত্বে ‘নারীর প্রতি সহিংসতা রোধে বহুপাক্ষিক সংলাপ’ শীর্ষক এক সংলাপে অংশগ্রহণকারীরা শপথ নেয় ,নারীর প্রতি সহিংসতা রুখে দাড়াবে।
বিগত জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময় থেকে এই অঞ্চলে সংঘঠিত ধর্ষণ, যৌন হয়রানিসহ নারীর প্রতি বিভিন্ন ধরণের সহিংসতার ঘটনা দেশব্যাপী ব্যাপকভাবে আলোচনা ও চাঞ্চলের সৃষ্টি করে করেছে সুবর্ণচরকে। চলমান এই সহিংসতার কারণ, করণীয় এবং স্থানীয় জনগণ ও সেবা প্রদানকারী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে একটি সমন্বিত নকশা তৈরির লক্ষ্যে এই আলোচনা সভা।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশন নেটওয়ারক- প্রান ও সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল এবং অ্যাকশান এইড বাংলাদেশ এর সহযোগিতায় এ সংলাপটি অনুষ্ঠিত হয়।সুবর্ণচর উপজেলা নিরবার্হী অফিসার এ.এইচ.এম.ইবনুল হাছান (ইভেন) সভাপতিত্বে
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম,নোয়াখালী।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খালেদ ইবনে মালেক,নোয়াখালী।সাগরিকা সমাজ উন্নয়ন সংস্হার পরিচালক সাইফুল ইসলাম (সুমন),সুবর্ণচর উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী (বাহার),মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম,চরজব্বার থানার অফিসার ইনসার্জ জিয়াউল হক তারেক খন্দকারসহ অনেকে।সংলাপে সুবর্ণচর উপজেলা নিরবার্হী অফিসার ইবনুল হাছান (ইভেন) বলেন,আগামি ১৫ দিনের মধ্য সুবর্ণচর উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানে ‘নারীর প্রতি সহিংসতা রোধে রুখে দাড়াতে’ অভিযোগ বক্স স্হাপন করতে হবে এবং নারী নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করে সবার প্রচেষ্টায় নারী নির্যানতন সমাজে কমানো সম্ভব বলে অভিমত ব্যাক্ত করেন ও অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করেন।