বাক্ষ্রণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন আলীয়ারা গ্রামের পারিবারিক পুকুর দখলকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইয়ের হাতে মর্মান্তিক মৃত্যু ঘটনা ঘটে সৈয়দ মুনাব্বির (২৭)পিতা মৃত সৈয়দ বাবুল মিয়া এর একমাত্র ছেলে পারিবারিক সূত্রে জানা যায় ঐ গ্রামে একটি পুকুর নিয়ে দীর্ঘদিনের পারিবারিক শত্রুতাও দ্বন্দ্ধের জের ধরে খুন হলো,মুনাব্বির একটি প্রভাতী ইসলামী কিন্ডার গার্টেনের সহকারি পরিচালক একাধিক গ্রন্থের লেখক সৈয়দ মোনাব্বির একজন তরুন ও লেখক হিসেবে বেশ পরিচিতি ও সুনাম অর্জন করে ছিল পাশাপাশি সে কবি ও লেখকদের সাহিত্য সংগঠন ” সৃজন “এর সভাপতি হিসেবে একজন সফল সংগঠক ছিলো,শনিবার দুপুরের দিকে সংঘর্ষ চলাকালীন সময় এক পর্যায়ে মারত্মক অাহত হলে তাকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে সে মারা যায়।এই ঘটনায় অাহত অবস্থায় অারো অনেকে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এই দিকে শনিবার সন্ধ্যায় সৈয়দ মোনাব্বির অাহমদ এর মৃত্যু সংবাদ শোনা মাত্রই চারদিকে শোকের ছায়া নেমে অাসে।
উল্লেখ্য চাচাতো ভাইয়ের হাতে খুন হওয়া একজন মেধাবী,বিনয়ী, অত্যন্ত ভদ্র ছেলে হিসেবে সবার কাছে গ্রহনযোগ্য ছিলো।,,,,
হরিপুর ইউ পি শংকরাদহ গ্রামে চাচার হাতে ভাতিজা খুন,মোঃশান্ত হত্যার শোকআহত শেষ হতে না হতেই অন্যদিকে আলীয়ারা গ্রামে চাচাতো ভাইয়ের হাতে খুন, সৈয়দ মুনাব্বির