কক্সবাজার জেলার রামু থানার অন্তর্গত গর্জনিয়া ইউনিয়নের থিমছড়ি ৪ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা নুর আহম্মদ প্রকাশ (ফকির), মা- লাল মতি। তাদের কনিষ্ট ছেলে আনোয়ার হোসাইন গতকাল থিমছড়ি থেকে কালিরছরা মধুসাপুর হেফজখানা যাওয়ার পথে মধ্যপথস্থিত থেকে হেফজখানায় না গিয়ে অচেনা কোথাও চলে যায় বলে পরিবারে ধারণা করে ,অনেক খোঁজাখুজির করার পরেও পাওয়া যাচ্ছে না।যাওয়ার সময় আনোয়ার হোসাইনের গায়ে সাদা মিশ্রিত ফুটফুটে আকাশি রঙ্গের পাঞ্জাবী, সাদা পায়জামা, সাথে একটি স্কুল ব্যাগ এবং তার গায়ের রং পরসা ।
কেউ সন্ধান পেয়ে থাকেন নিচের এই নাম্বারে যোগাযোগ করুন।
01645927465, 01823974458, 01879040594।