গত ৩১ই অক্টোবর রোজ শনিবার বিকাল ৩ ঘটিকার সময় কক্সসবাজার হতে চট্রগ্রামের উদ্দেশ্যে হাবিব উল্লাহ নামক এক যুবক রওনা করে। সে সৌদি আরব প্রবাসী বলে জানা গেছে। ওইদিন রাত ০৯ টার সময় পরিবারের সাথে তার শেষ কথা হয়।তার কিছুক্ষণ পর হঠাৎ করে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। উদ্বিগ্ন পরিবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়।
পরদিন সকালে ১০ টার দিকে তার পিতা সদর থানায় সাধারণ ডায়েরি করে। অপরিচিত একটি নাম্বার হতে তার বাবার কাছে ফোন আসে। তার বাবার দাবি, কয়েকজন যুবক ফোনে তার কাছে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অনাদায়ে তার সন্তানকে ফেরত পাবেনা বলে হুমকি ধমকিও দেয়। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মিলেনি।
তার অসহায় পরিবার আইন শৃংখলা বাহিনী সহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
নিখোঁজের ঠিকানাঃ
হাবিব উল্লাহ, পিতা:-আব্দুল হাকিম প্রকাশ আব্দুল হক।বর্তমান ঠিকানা:-বদর মোকাম রোড,সদর থানা রোড,কক্সবাজার।স্থায়ী ঠিকানা:-শ্রীমুরা,পশ্চিম পাড়া,চাকমারকুল, রামু,কক্সবাজার।