চট্রগ্রামের অবৈধ ইটভাটা সাতদিনের মধ্যে বন্ধ করার হাইকোর্ট নির্দেশ দিলেও বিভিন্ন তদবিরে চালু রাখছে অবৈধ ইটভাটা।এই নিয়ে বিভিন্ন নিউজ চ্যানেল, দৈনিক প্রত্রিকায় ও সোশ্যাল মিড়িয়ায় ব্যপক তোলপাড় সৃষ্টি হয়। সর্বশেষ আলোকিত আধুনগর এক ফেইসবুক আইডিতে পোষ্ট করা হয় এই নিয়ে,লোহাগাড়ার স্থানীয় সচেতন মানুষ ক্ষোভ প্রকাশ করেন। পোষ্টটা হুবুহু তুলে ধরা হল,”
আলহামদুলিল্লাহ,
লোহাগাড়া ইটভাটার উচ্ছেদ অভিযান স্থগিত।
সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় এম পি ও বাংলাদেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান নোমানগ্রুপের চেয়ারম্যান দানবীর আলহাজ্ব মুহাম্মদ নুরুল ইসলাম সাহেবের বিশেষ অনুরোধে লোহাগাড়ার ইটভাটা উচ্ছেদ অভিযান থেকে রক্ষা পেল।
সুত্রে জানা যায়, লোহাগাড়া ইটভাটার মালিক সমিতির সভাপতি আবিদ হোসেন (মনু) এবং অর্থ সম্পাদক মুহাম্মদ পারভেজ।”
ঐ পোষ্টটাতে দেখা যায় যারা যারা লাইক কমেন্ট ও শেয়ার করেছে উনারা সবাই নোমানগ্রুপের চেয়ারম্যনের ঘনিষ্ট আত্মীয় স্বজন ও নোমানগ্রুপের অফিসের কর্মচারী।
এই বিষয়ে নোমানগ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানায়, কয়েকজন ইটভাটার মালিক আমার আত্মীয় হওয়ায় এবং এলাকার ইটভাটার মালিক ও এম পি নদভী সাহেব মোবাইলে কয়েকবার তদবিরের বিষয়ে অনুরোধ করলে,আমি বিভিন্ন ভাবে তদবির করার বিষয়টি সত্য।লোহাগাড়ার সাধারণ জনগন জনান কয়েকদিন আগে চট্রগ্রাম জেলা ম্যাজিষ্টাট জিল্লুরহমান ও লোহাগাড়ার নির্বাহী অপিসার আহসান হাবীব জিতু লোক দেখানো কিছু অভিযান চালিয়ে ভ্রম্যমন আদালতের মধ্যমে জরিমানা করে অবৈধ ইটভাটা চালু রেখে সহযোগীতা করেন তাই লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যন নুরুচ্ছফা চৌধুরী,নুরুল আলম কোম্পানি (জে বি এম)নাওঘাটা,পদুয়া,লিয়াকত আলী মেম্বার (পি বি এম)নাওঘাটা পদুয়া,নুরুল ইসলাম সিকদার,আলি সিকদার পাড়া পদুয়া,(এম আর বি)
(এ এন বি)নুরুচ্ছাফা চেয়ারম্যান লোহাগাড়া উজিরভিডা,(এস বি এল)আইয়ুব মিয়া সাবেক চেয়ারম্যান কলাউজান,সাহাবউদ্দিন চৌধরী(কে বি এম ),নুরুল আলম কোম্পানি (এস বি এল )চরম্বা দুপি পাড়া,নাপারঠাইলার খোরশেদ আলম,আবিদ হাসান মনু ইটভাটার সভাপতি,সোরোয়ার কোম্পানিসহ অন্য অন্যরা অবৈধ ইটভাটা চালু রেখেছেন এই বিষয়ে লোহাগাড়ার নির্বাহী অফিসার এহসান হাবিব জিতু কোন কিছু না বলে এড়িয়ে যান।