নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অস্ত্র সহ দিদার বাহিনীরসহ ৭জন সদস্যকে আটক করে কোস্ট গার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দিদার বাহিনীর একটা গ্রুপ হাতিয়ার বাংলা বাজার এলাকায় ২জন জেলেকে অপহরণ করে নিয়ে যায় এবং তাদের কাছে মুক্তিপন দাবি করে।পরবর্তীতে মুক্তিপন নিয়ে জেলেদের ছেড়ে দেওয়া হয়। তারই প্রেক্ষিতে বিসিজি স্টেশন হাতিয়া লেফটেন্যান্ট কমান্ডার বিশ্বজিৎ বড়ুয়ার নেতৃত্বে আজ সকালে জাগলারচর এলাকায় অভিযান চালিয়ে বিকাল ৩ টার সময় দিদার বাহিনীর শ্রী হরী কমল (৩৫),মোঃমইন উদ্দিন (৩৮),মোঃবাবু (২১),মোঃসাদ্দাম হোসেন (২৬),মোঃমাসুদ হোসেন (২১),মোঃদিদার (২৪),মোঃআকবর (২২) সহ মোট ৭জনকে আটক করতে সক্ষম হয়।এসময় তাদের কাছ থেকে ২টি দেশীয় পাইপগান, ৪টি দেশীয় রামদা জব্দ করে কোস্ট গার্ড এবং দিদার বাহিনী থেকে মুক্তিপন টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে জেলেদের নিকট হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার বিশ্বজিৎ বড়ুয়া বলেন,আমরা গোপন সূত্রে জানতে পেরে চর জাগলা সংলগ্ন নদীর আসে পাশে অভিযান চালিয়ে বিকাল ৩ টার সময় অস্ত্র সহ দিদার বাহিনীকে জব্দ করি। দিদার বাহিনীকে অস্ত্র সহ হাতিয়া থানায় চালান করা হয় এবং তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।