নয়ন জলে
এম.এরশাদুর রহমান
স্যার বাশার
নিচ্ছেন অবসর,
যাবেন চলে
নয়ন জলে,
দেখা হবে
আবারকবে?
মনের কোণে
স্মৃতি শোনে,
পায়না প্র্রীতি
মনে পড়ে স্মৃতি,
জ্ঞান ছড়াতেন
বাঙালা পড়াতেন।
কবিতার লাইনে
বলতেন আইনে ।
দ্বীনের দায়ী
স্যার হতে পাই ।
গাজী হুজুরের ডাকে
এসেছিলেন এক ফাকেঁ।
পড়ে মমতায় তারি
ছেড়ে আসলেন বাড়ী।
ডেকেছেন তুলে পাল
পড়ালেন বহু কাল।
বয়সের বাড়ে
পড়াতেকি পারে?
নাহলে থাকত
দ্বীনের পথে ডাকত।
ভুল না করে জমা
করে দিবেন ক্ষমা ।
কল্যাণ কামনায়
বিদায় জানায় ।
কবি
এম,এরশাদুর রহমান
সভাপতি
নাফ মোহনা সাহিত্য নিলয়
টেকনাফ,কক্সবাজার