মুজিব শত বর্ষ উপলক্ষে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার স্কুল সংলগ্নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের নেতৃত্ব সারা দেশে এক কোটি বিভিন্ন জাতের গাছ রোপণ ও বিতরণ করা হয়েছে।তারই আলোকে নয়াবাজারের কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সম্পাদক লুৎফর রহমান সিকদারের উদ্দ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।এতে উপস্থিত ছিলেন,
ছাত্র নেতা প্রশান্ত কুমার,ডাচ্ বাংলা ব্যাংকের হ্নীলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ লুৎফর আমিন সহ অন্যন্যরা।এসময় লুৎফর রহমান বলেন,আমরা এই দেশের নাগরিক, দেশ বাঁচলেই আমরা বেঁচে থাকতে পারবো,তাই প্রতিনিয়ত দেশের স্বার্থে কাজ করে যবাে। “গাছ লাগান পরিবেশ বাঁচান”এই স্লোগানকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে, পরিবেশ সাজাতে হবে।তিনি আরো বলেন,পরিবেশ রক্ষা করা সকল নাগরিকের দায়িত্ব,তাই তিনি সকলকে বৃক্ষরোপণ করার জন্য আহবান জানিয়েছেন।