শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কোস্টগার্ডের ধাওয়ায় ৭ লাখ ইয়াবা পানিতে ফেলে পালাল পাচারকারীরা ‘ইশ্-মার্ট বাংলাদেশ’ প্রভাষক শাহীন সরওয়ার টানটান উত্তেজনায় শেষ হল শেখ রাসেল গোল্ডকাপ;বিজয়ীদের পুরষ্কার তুলে দেন অতিথিগণ টেকনাফে মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের উপকারভোগীদের মধ্যে প্রশিক্ষণ পরবর্তী নগদ অর্থ সহায়তা বিতরণ টেকনাফে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অভাবনীয় সফলতায় মেম্বার এনামের প্রতিষ্ঠিত বালিকা মাদ্রাসা টেকনাফে “অক্সফাম” কর্তৃক ভাউচার প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ “মুক্তি” কক্সবাজার কর্তৃক উপকারভোগীদের মাঝে কৃষি উপকরণ ও নগদ টাকা বিতরণ “বাংলাদেশ সমতা ঐক্য পরিষদ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী শাখার তৃতীয় মেয়াদে কমিটি গঠিত “মানবাধিকার দিবস” উপলক্ষে টেকনাফে কোস্ট ফাউন্ডেশনের সেমিনার

পঞ্চগড়ের রাস্তা ঘাটে বাঁধা গরু,ছাগল, ঘটছে প্রতিনিয়ত দূর্ঘটনা!

আবু নাসির সাকিব,পঞ্চগড় প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৬১৮ বার পঠিত

পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় ও স্থানে রাস্তায় গরু,ছাগল বেধে রাখাটা হয়ে গিয়েছে নিত্যনৈমিত্তিক ঘটনা। তাছাড়া রাস্তার উপড় বিছিয়ে রাখে ভুট্টা, মরিচ, গোবর ইত্যাদি। যার কারণে ঝামেলা পোহাতে হয় মোটর বাইক,সাইকেল,অটোরিকশা চালকদের। রাস্তার উপড় গরু,ছাগল বেধে রাখার দরুন হচ্ছে দূর্ঘটনা। রাস্তার উপড় গরু,ছাগল বেধে রাখায় চালকদের এমন সমস্যায় পড়তে হচ্ছে বলে জানা যায় তাদের কাছ থেকে। রাস্তার উপড় বেধে রাখা গরু,ছাগলের কারণে চালকদের নিজেদের গাড়ি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাচ্ছে। কারণ হঠাৎ করে এসব গরু,ছাগল রাস্তায় এসে পড়ার কারণে দূর্ঘটনা ঘটছে প্রায়িই। তাছাড়া রাস্তায় বিছিয়ে রাখা ভুট্টা, মরিচ, গোবর ইত্যাদির কারণেও সমস্যা হচ্ছে চালকদের। উক্ত এলাকার চালকরা নিজেদের মানিয়ে নিতে পারলেও নতুন কোনো চালক কিছু বুঝে উঠার আগেই পড়ছে দূর্ঘটনায়। এখানেই শেষ নয়। যারা এসব গরু,ছাগল রাস্তায় বেধে রাখে তারা আবার দূর্ঘটনার পরে মোটা অংকের টাকা জরিমানা করে। যদিও সেখানে চালকদের কোনো দোষ নেই। কারণ রাস্তাঘাট তো আর কোনো গরু,ছাগল বেধে রাখার জায়গা না। এরপরেও তারা রাস্তায় গরু,ছাগল বেধে রাখার পর কোনো দূর্ঘটনা ঘটলে ও চালকের ক্ষতি হওয়া সত্ত্বেও তারা উক্ত চালকের গাড়ি আটকিয়ে রেখে তাদের কাছে উক্ত গরু,ছাগলের জন্য ক্ষতিপূরণ চায়। গরু,ছাগল পালনকারীদের এমন অহেতুক ও সন্ত্রাসী মনোভাবের কারণে কোনো চালকিই নিরাপদ নয় এখন। তাদের এমন ব্যবহারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং রাস্তায় এভাবে গরু,ছাগল যাতে আর বেধে রাখা না হয় এবং রাস্তার উপড় যাতে মরিচ,ভুট্টা, গোবর ইত্যাদি যাতে আর বিছিয়ে রাখা না হয় সেজন্য উর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs
error: Content is protected !!