পটিয়া ডিএনসির হাতে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার এক হাজার পিস ইয়াবাসহ আবদুল হক আটক হয়েছে। ১৩ সেপ্টেম্বর উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকার এর তত্ত্বাবধানে এবং পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেল(পটিয়া) এর একটি টিম ১০০০ (এক হাজার) পিস ইয়াবা সহ আসামী- আব্দুল হক (৫০), পিতা- মৃত আহাম্মদ মিয়া, মাতা- ফাতেমা খাতুন, সাং-উত্তর নেঙ্গুর বিল(আব্দুল হকের বাড়ী), পোঃ মিঠা পানির ছড়া-৪৭৬০, ওয়ার্ড-০২, থানা- টেকনাফ, জেলা-কক্সবাজার কে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন মোজাফফরাবাদ এন জে উচ্চ বিদ্যালয়ের এর বিপরীত পার্শ্বে চট্ট মেট্রো-ব-১১-১৩৪৭ হানিফ যাত্রীবাহী বাসে দেহ তল্লাশীপূর্বক সংরক্ষণ ও বহনের অপরাধে সকাল প্রায় সাড়ে ৯ ঘটিকার সময় তল্লাশিপূর্বক আটক করে।
তার বিরুদ্ধে পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন – ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়