গতকাল ০৬ জুলাই সোমবার রাতে লালমনিরহাট জেলা পাটগ্রাম রিপোর্টার্স ক্লাবের সভাপতি হাসান জুয়েল এর সভাপতিত্বে বিভিন্ন পত্রিকার প্রতিনিধিদের একত্রিত করে দু’টি সংগঠন করেন। “পাটগ্রাম সাংবাদিক নির্যাতন” ও “সাংবাদিক ঐক্য পরিষদ পাটগ্রাম”। উভয় সংগঠনে নবকমিটি গঠন করা হয়।
কমিটিতে পাটগ্রাম নির্যাতন সাংবাদিক সংগঠন এর সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মমিন খাঁন মুন, সাংগঠনিক সম্পাদক লুৎফার রহমান, অপরদিকে সাংবাদিক ঐক্য পরিষদ পাটগ্রাম এর সভাপতি মোছাঃ তানজিলা আক্তার,সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সবুজ, ও সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফকে নিয়ে (৫১-৭১)সদস্য নিয়ে কমিটি গঠন করে।
কমিটিতে সংবাদকর্মী ছাড়াও রাজনীতিবিদ, আইনজীবী, শিক্ষক, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মী রয়েছেন । আগামী এক সপ্তাহের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠিত হবে। এই কমিটি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ, সাংবাদিকদের অধিকার আদায় ও বিপদগ্রস্ত সাংবাদিকদের পাশে থাকবে।
নবগঠিত কমিটির সভাপতি শহিদুল ইসলাম বলেন, সারাদেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়ত সাংবাদিকরা হামলা, মামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন । আমাদের সকলের উচিত এখনই সোচ্চার হয়ে নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানো । বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার জন্য জেলা-উপজেলা পর্যায়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি ও অনলাইন প্রেসক্লাবের সভাপতি কামরান হাবিব বলেন, এই কমিটি গঠনের মধ্য দিয়ে আজ থেকে পাটগ্রাম সাংবাদিক নির্যাতন মুক্ত হবে। সারাদেশের সাংবাদিকরা পাটগ্রামের পাশে থাকবে। এই কমিটি সারাদেশের সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে বিএমএসএফ’র পাশে থেকে কাজ করবে।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটিগুলো গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতন, ছাটাই, মামলা-হামলার কারণ অনুসন্ধান, উদঘাটনেও ভুমিকা পালন করবে। এই কমিটি গঠনের মধ্যদিয়ে দেশে সাংবাদিক নির্যাতনের মাত্রা কমে আসবে বলেও বিএমএসএফ’র পক্ষ থেকে আশা করা হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে দেশের সকল জেলা উপজেলায় দ্রুত সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনের আহবান জানানো হয়। নির্যাতিত ও সাংবাদিক বান্ধব ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের জন্য গুরুত্বারোপ করা হয়।