গত ২০২০সালের ডিসেম্বর মাসের শুরু থেকে ফ্যামেলিগত ভাবে পাত্রী দেখার জন্য পরিবারের সদস্যরা মাঠে নামেন তার পরিবারের স্বজন, এদিকে লক্ষিপুর জেলার, রামগতি উপজেলার, ৭নং চর রমিজ ইউনিয়নের, চর রমিজ গ্রামের মোঃ আবদুল করিম এর মেয়ে মোছাম্মদ শিল্পী বেগম (ওরফে নাদিয়া নূহা) ব্যাপারে বিয়ের প্রস্তাব দেন (এইচ এম নাছিরের পরিবার) নোয়াখালী সুবর্ণচরের দক্ষিন চর বাগ্যা গ্রামের মোঃ বেলাল উদ্দিনের ছেলে এইচ এম নাছির উদ্দীন এর জন্য। ফলে ছবি আদান প্রদান হওয়ার পর গেল ১৬ই ডিসেম্বর’২০ইং মহান বিজয় দিবসে বিয়ের কাজ সম্পূর্ন করে বিজয়ী হয়ে বাড়ি ফিরে যান পাত্র এইচ এম নাছির উদ্দীন। আগামী ১৪ই ফেব্রুয়ারী’২১ আন্তর্জাতিক ভালবাসা দিবসে বর সেজে যাচ্ছেন তার শশুর বাড়ি তার স্ত্রী কে গ্রহণ করতে। বিয়ে এবং স্ত্রী কে গ্রহণ করার সময়কে স্মৃতিময় করে রাখতে বিশেষ দিনে বিশেষ কাজ করেন এইচ এম নাছির উদ্দীন। তিনি বলেন বিয়ের আগে ও পরে তার স্ত্রী কে এখনো দেখেননি বা দেখা’র প্রয়োজনও মনে করেননি বর্তমান তিনি ইউটিউব চ্যানেল এমটুএইটটিভি এবং ভাই ব্রাদার্স টিমের প্রযোযোক নাছির উদ্দিন। এছাড়াও তিনি চট্টগ্রামে প্যাসিফিক গ্রুপে কর্মরত আছেন। তিনি বলেন আজকাল তো সবাই সুন্দর চেহারা দেখে ভালবাসে আর আমি করলাম মন দেখে কারণ একজন সুন্দর মনের মানুষই পারে সব কিছু ভালবাসতে। চেহারাতো কিছু দিনের আর মনতো চির দিনের তাই দেশ বাসির কাছে আমি দোয়া প্রার্থী যেন আমাদের জীবন সুখের হয় আনন্দে আনন্দে ভরে উঠুক আমাদের জীবন ।