পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) উপনির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকার পক্ষে দিনরাত কাজ করে যাচ্ছে সাবেক জনপ্রিয় ছাত্রনেতা মোঃসবুজ মোল্লা। ২০১১ সাল থেকে ছাত্রলীগ রাজনীতির সাথে জড়িত। শেখ হাসিনার মনোনিত নৌকার মাঝি আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস কে জয়যুক্ত করার জন্য সবুজ মোল্লা বিভিন্ন জায়গায় গিয়ে নৌকার ভোট চেয়ে নৌকার পক্ষে কাজ করে যাচ্ছে।এদিকে
ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ আরো আওয়ামীলিগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলে নৌকার পক্ষে আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস কে জয়যুক্ত করার জন্য ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছে বলে জানা যায়।
অতীতের ভূল বোঝাবুঝি কোন্দল কে ভূলে ঈশ্বরদী আটঘড়িয়া আসনে আবারো ফিরেছে রাজনৈতিক আমেজ।
সাবেক ভূমিমন্ত্রী জনাব সামসুর রহমান শরীফ ডিলু মারা যাওয়ার পর পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসন অনেকটা থেমে যায়।
তারপর জনাব আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস মনোনয়ন পাওয়ায় ঈশ্বরদী-আটঘড়িয়ার সকল পর্যায়ের জনগন খুশি।
তাদের বক্তব্য তারা পেতে চলেছে শুন্য আসনে নতুন একটা অভিভাবক।
এদিকে সবুজ মোল্লা বলেন আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসকে জয় করার লক্ষে আমি যুব-সমাজ নিয়ে এগিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ জয় নিশ্চিত করা পর্যন্ত মাঠে দোয়ারে দোয়ারে ভোট চেয়ে নুরুজ্জামান বিশ্বাসকে জয়যুক্ত করার জন্য যা যা করা লাগে করব, এতে আমার অনেক রকম বাধা এসেছিলো নাম না বলে সে এগুলাও বলেন।