কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলভুনিয়া পান বাজার এলাকায় আব্দুর রাজ্জাক নামে এক নসিমন গাড়ির চালককে অতর্কিতভাবে হামলা করে গুরুতর আহত করা হয়েছে।
(৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জারুলভুনিয়া পান বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আহত আব্দুর রাজ্জাক শিলখালী উত্তর জুম এলাকার আবুল কাসেমের পুত্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা যানায়,আব্দুর রাজ্জাক ছয়টার দিকে গাড়ি নিয়ে সাপেরঘারা থেকে জারুলভুনিয়ার দিকে আসলে। আগ থেকে উৎপেতে থাকা স্থানীয় আমির হোছাইন ও তাঁর ছেলে জসিম উদ্দীন,আবু হানিফের নেতৃত্বে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে গুরুতর আহত করে রাস্তার একপাশে ফেলে দেয়।
পরে পথচারী তাঁকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এই বিষয়ে পেকুয়া থানার তদন্ত কর্মকতা (ওসি তদন্ত ) কানন সরকার জানান,অভিযোগ ফেলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।