পেকুয়ায় দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত আহত ২!
আমিরুল ইসলাম রাশেদ, পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের
বড়তলি জুমপাড়া এলাকায় দু’পক্ষের সংঘর্ষে মিন্টু মিয়া (৩৮) নামে এক জন নিহত হয়েছে,একই ঘটনায় আরো ২জন আহত হয়েছে।আহতরা হলেন একই এলাকার মৃত অলি আহমদের পুত্র হাবিব উল্লাহ(২৮) ও জয়নাল আবেদীনের স্ত্রী হাদিসা বেগম (৩০)।
(২২ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে জুমপাড়া মসজিদের পাশে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৫টার দিকে মিন্টু গং ও জয়নাল গংয়ের মাঝে সংরক্ষিত বনাঞ্চলে বালু উত্তেলনকে কেন্দ্রকরে দু’পক্ষের মধ্যে মারামারি হয়,ঘটনাস্থলে মিন্টু মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়,এবং দুই জন গুরতর জখম হয়।
মিন্টু মিয়া চট্রগ্রামের বাঁশখালী উপজেলার পুইচড়ি ইউনিয়নের পূর্ব পুইচড়ি ৬নং ওয়ার্ড মৃত আহমদ মিয়ার পুত্র।
আহতদেরকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়,পরে চমেক হাসপাতালে রেফার করে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে আসে।
এবিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) কানন সরকার বলেন,পুলিশ তদন্ত করছে, তদন্তের মাধ্যমে জানাযাবে কে,বা কারা মারছে। অপরাধীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।