কক্সবাজারে পেকুয়া উপজেলা প্রবাসী ঐক্য পরিষদের নেতৃবৃন্দর সহযোগীতায় পশ্চিম উজানটিয়া তালিমুল কুরআন হেফজ্খানা ও মছুদা হাকিম এতিমখানা ( নূরানী) মাদ্রাসায় ৫০জন হাফেজি ছাত্রদের মাঝে পবিত্র কোরআন শরীফ, পাঞ্জাবী ( জুব্বা ),পাগড়ী বিতরণ করা হয়।
৩১ শে ডিসেম্বর ২০২০ ইং বিকাল ৪ টার দিকে মাদ্রাসা হলরুমে মাদ্রাসার প্রতিষ্ঠতা ও পরিচালক ডা: আশেক উল্লাহর সঞ্চালনায়, মাতারবাড়ী আজিজিয়া মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ নুরুচ্ছাফার সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নুর আয়েশা খান ফাউন্ডেশনের চেয়ারম্যান উপজেলা ঐক্য পরিষদের উপদেষ্টা ইসমাইল খান,উপদেষ্টা,ইমাম শরীফ ইমু,এস এম সরওয়ার, শহিদুল ইসলাম,প্রবাসী আবদুল হালিমের পিতা নাজেম উদ্দীন দাতা সদস্য ডা: রহমত উল্লাহ পেকয়া আশারাফুল ওলুম মাদ্রাসার মুহতমিম ছলিম উল্লাহ, অত্রমাদ্রাসার মুহতামিম মৌলনা বেলাল হোছাইন, হাফেজ জামাল হোছাইন সহ অন্যরা।
সার্বিক সহযোগিতায় ছিলেন পেকুয়া উপজেলা প্রবাসী ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম, উপদেষ্টা মোহাম্মদ বেলাল উদ্দিন,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক
আব্দুল হালিম,অর্থ সম্পাদক মোহাম্মদ তানভীর, সহ-প্রচার সম্পাদক রিদুয়ানুল ইসলাম,ওমান শাখার সভাপতি কাইছার হামিদ,সদস্য মোহাম্মদ সুজন,
জিয়াবুল করিম,ওমান শাখার সদস্য তৌহিদুল ইসলাম।
এসময় ডাঃ আশেক উল্লাহ ,প্রবাসী ঐক্য পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে,আরো বলেন,এই মাদ্রাসা প্রত্যন্ত অঞ্চলের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে। তিনি সবসময় সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
সভা শেষে মাতারবাড়ি মাদ্রাসার মোহাদ্দিছ হাফেজ নুরুচ্ছফা মাদ্রাসার সভাপতি জুয়েল চৌধুরীর পরিবারের জন্য বিশেষ দোয়া করেন।