আমি হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ওয়াব্রাং এলাকার নুরুল হোসনের ছেলে মো: রফিক প্রকাশ লালু (৩৫) হয়।
৩ নভেম্বর (বুধবার) প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়। প্রবাল দ্বীপ অনলাইন নিউজ পোর্টালে ‘জেলে থেকে ইয়াবা সম্রাট’ শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ ও ব্যাখ্যা।
আমি একজন ক্ষুদ্র পরিবারের সন্তান। আমার বাবা-মা’র সাথে দীর্ঘ ত্রিশ বৎসর যাবৎ সম্পর্ক না থাকায়, আমি দীর্ঘ বৎসর যাবৎ জেলে কাজ করে কষ্টের মধ্যে কোন রকম সংসার চালায়। ইতিপূর্বে নাফনদী বন্ধ হওয়ায় বর্তমানে আমি লবণের কাজ করে সংসার চালিে যাচ্ছি।
আমার নামে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে ইয়াবা ব্যবসা করি বলে যে নিউজটি প্রকাশি করা হয়েছে, উক্ত নিউজটি সম্পর্পু্র্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। আমি এই নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে অনলাইন মিডিয়াটি ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠককে সঠিক তথ্য দেবে বলে আমরা বিশ্বাস করি।
প্রতিবাদকারী
মো: রফিক প্রকাশ (লালু)
ওয়াব্রাং, ৩নং ওয়ার্ড, হ্নীলা ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার।