গত ২৯ সেপ্টেম্বর টেকনাফ একাত্তর ও আমাদের টেকনাফ ডটকমে প্রকাশিত“ ইয়াবা কারবারি আব্দুর রহমান : এখনো অধরা” শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমার গ্রামের টেকনাফ দক্ষিণ ডেইল পাড়ার কিছু প্রতিপক্ষ যুবক সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে নিউজটি পরিবেশক করিয়ে থাকতে পারে বলে আমার ধারনা। আমি দীর্ঘদিন যাবত দিন মজুরির মাধ্যমে আমরা জীবিকা নির্বাহ করে আসতেছি।
অতএব উল্লেখিত সংবাদে আইন প্রয়োগকারী সংস্থাসহ কাউকে বিভ্রান্ত না হতে অনুরোধ জানাব পাশাপাশি সঠিক তদন্তের মাধ্যমে মামলাসহ যাবতীয় অভিযোগ থেকে রেহাই পাবো বলে আমি আশা প্রকাশ করছি।
নিবেদক
আব্দুর রহমান
পিতা:নুর মোহাম্মদ
টেকনাফ দক্ষিণ ডেইল পাড়া।