“প্রতারণা”
প্রতারণার জালে আমার
দেশটা এখন বদ্ধ,
প্রতারকদের খপ্পরেতে
সবাই দেখি ক্ষুদ্ধ।
সাহেদ রূপী অনেক জন
আছে আমার দেশে,
যাদের গুণে মোরা এখন
লজ্জিত বিদেশে।
প্রতারণা উপর থেকে
আছে নীচে ছড়িয়ে,
প্রতারণার জাল দেখে
দুষ্ট হাসে দাঁত কিলিয়ে।
প্রতারকদের কেউ কেউ
ধরা পড়ে যবি,
গ্রেফতার আর রিমান্ডের
নাটক দেখি সবি।
কিছুদিন পরে যখন
নাটক হবে শেষ,
প্রতারকগণ দিব্যি তখন
ঘুরবে গোটা দেশ।
“মন গশশা ফা লায়ছা মিন্না”
হাদীছে পাকের ঘোষণা,
ঠগবাজি করবে যারা
উম্মত গণ্য হবে না।।