প্রবাহ
অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ
চেয়ারম্যান
উপজেলা পরিষদ, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান পার্বত্য জেলা।
একটি দৃষ্টান্তমূলক মানবিকতা এ পাহাড়ি জনপদ নাইক্ষ্যংড়িতে।
একটি জনপদের সুপেয় পানীর অতৃপ্ত বাসনা বিশুদ্ধ পানির একরাশ ঝর্ণাধারা।
আর্সেনিক, আয়রণ আর লবণাক্ততা ছাড়িয়ে RO প্লান্ট উপজেলা সদরের মানুষগুলোর মাঝে হাতছানি দিয়ে এগিয়ে এসেছে BATB।
একরাশ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
আমি গর্বিত, আমি উচ্ছ্বসিত, আমি আনন্দে আত্মহারা।
চেয়ারম্যান হিসেবে বিশুদ্ধ পানির অভাবের এ জনপদে দায়িত্ব নিয়েই এক হৃদয়গ্রাহী মানবিক আবেদন নিয়ে ছুটে যাই BATB-র উর্ধ্বতন কর্মকর্তা মামুন ভাই, নাসিম ভাই আর আহসান ভাইয়ের শরণাপন্নে।
প্লিজ আপনারা একটু এগিয়ে আসুন সুপেয় পানির অভাবগ্রস্ত, তৃৃষ্ণার্থ এ জনপদের মানুষগুলোর আর্তনাদে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন।
আমাদের এ আবেদনে অসাধারণ এক প্রচেষ্টা শুরু হয়ে গেল।
প্রিয় মহানুভব দায়িত্বশীল কর্মকর্তাগণের কর্মযজ্ঞ।
BATB নাইক্ষ্যংছড়ির ম্যানেজার রফিক ভাই এ প্রচেষ্টার সফলতার সুখবরটি আমাদের জানিয়েছিলেন।
ধন্য হয়েছে এ জনপদের মানুষ, আলোকিত হয়েছে পর্বতের অনন্য দিগন্ত।
পাথর, আয়রন, লবণাক্ততার সমস্যা আর লেয়ারের অভাবে ব্যবহারের পানি ও বিশুদ্ধ পানির অভাবগ্রস্ত এ এলাকার মানুষগুলো আজ বড়ই আনন্দিত।
এই পার্বত্য এলাকার প্রথম আধুনিক সুসজ্জিত প্লান্টটির কর্মযজ্ঞ থেমে থাকেনি করোনার প্রকোপের ভয়ানক সময়ে।
ঝুঁকি নিয়ে সাহসিকতার সাথে সুন্দর পরিসমাপ্তিতে আজ আমরা পেয়েছি জেলা প্রশাসক জনাব মোহাম্মদ দাউদুল ইসলাম মহোদয়কে।
ছুটে এলেন উদ্বোধন করে গেলেন প্রবাহের ঝর্ণাধারা। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় মহোদয়কে।
শুভ হোক বৃটিশ আমেরিকান টোবাকোর এ মানবিক প্রয়াস।