সোমবার, ২৯ মে ২০২৩, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
উপকারভোগীদের কৃষি উপকরণ বিতরণ করলেন এনজিও সংস্থা “মুক্তি “ পূর্ব শত্রুতার জেরে প্রতিবন্ধীকে ব্যাপক মারধরের অভিযোগ! দেশে ৪ কোটি মানুষের চলছে দুর্দিন,ঋণ করেই চলছে ৭৪ভাগ পরিবার কোস্টগার্ডের ধাওয়ায় ৭ লাখ ইয়াবা পানিতে ফেলে পালাল পাচারকারীরা ‘ইশ্-মার্ট বাংলাদেশ’ প্রভাষক শাহীন সরওয়ার টানটান উত্তেজনায় শেষ হল শেখ রাসেল গোল্ডকাপ;বিজয়ীদের পুরষ্কার তুলে দেন অতিথিগণ টেকনাফে মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের উপকারভোগীদের মধ্যে প্রশিক্ষণ পরবর্তী নগদ অর্থ সহায়তা বিতরণ টেকনাফে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অভাবনীয় সফলতায় মেম্বার এনামের প্রতিষ্ঠিত বালিকা মাদ্রাসা টেকনাফে “অক্সফাম” কর্তৃক ভাউচার প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ

প্রাক্তন ছাত্র পরিষদ হ্নীলা উচ্চ বিদ্যালয়’ এর ১ দশক পূর্তি উদযাপন |বাংলাদেশ দিগন্ত

মুহাম্মদ শেখ রাসেল, টেকনাফ:
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৫৫২ বার পঠিত

কক্সবাজার টেকনাফ উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ হ্নীলা উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশন ‘প্রাক্তন ছাত্র পরিষদ হ্নীলা উচ্চ বিদ্যালয়’ এর ১ দশক পূর্তি উদযাপন আজ রোববার বাদে মাগরিব বিদ্যালয় অডিটোরিয়ামে প্রাক্তন ছাত্র পরিষদ হ্নীলা উচ্চ বিদ্যালয়ের সাধারণ সম্পাদক ও কক্সবাজার সিটি কলেজের প্রভাষক এহ্সান উদ্দিনের সভাপতিত্বে এবং সহসভাপতি তারেক মাহমুদ রনির সঞ্চালনায় সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ঢাকা ডেন্টাল কলেজে অধ্যয়নরত এসএসসি ২০১৬ ব্যাচের প্রাক্তন ছাত্র দেলোয়ার হোসেন। শুরুতে হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাস্টার মোফাজ্জল হক, শেখ আহমেদ মুন্সি, ফোরকান আহমেদ, প্রাক্তন ছাত্র পরিষদ হ্নীলা উচ্চ বিদ্যালয়ের স্থায়ীপরিষদ সদস্য ব্যাংকার রিদুওয়ানুল হকসহ করোনাকালীন পরলোকগত সকলের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। স্বাগত বক্তৃতা রাখেন প্রাক্তন ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আজাদ ফার্মেসির স্বত্বাধিকারী নুরুল হোসাইন আজাদ। প্রাক্তন ছাত্রদের মধ্যে ইমরান শাহ, লুৎফর বিন আজিজ, কামরুল ইসলাম রাজু বক্তব্য দেন। বিশেষ অতিথির বক্তব্যে হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুস সালাম বলেন, প্রাক্তন ছাত্র পরিষদের জন্য আমার দরজা সবসময় খোলা। যখন যেভাবে চেয়েছে আমি প্রাক্তন ছাত্র পরিষদের জন্য সাহায্যের হাত প্রসারিত করেছি, ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। প্রাক্তন ছাত্র তথা হ্নীলা উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক ছিদ্দিকুর রহমান বিশেষ অতিথির বক্তব্যে হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে গর্বিত হিসেবে উল্লেখ করেন। এবং আরো বলেন এ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠে শিক্ষার্জন করে দেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন এমন ছাত্রের সংখ্যা অগণিত। প্রধান অতিথি মাহাবুব মোর্শেদ তাঁর বক্তব্যে প্রাক্তন ছাত্র পরিষদ হ্নীলা উচ্চ বিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চলমান রাখা, স্কুলের সবধরণের কাজে সহযোগী হিসেবে ভূমিকা রাখাসহ পরিষদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সবশেষে প্রাক্তন ছাত্র পরিষদ হ্নীলা উচ্চ বিদ্যালয় ও কক্সবাজার সিটি কলেজের প্রভাষক এহ্সান উদ্দিন তাঁর সমাপনী বক্তৃতায় ছাত্র পরিষদের ১০ বছরের পথচলার ব্যর্থতা সফলতার কিছু ফিরিস্তি তুলে ধরেন। এবং ২ বছরের জন্য গঠিত কমিটি ভেঙে নতুন নেতৃত্বের হাতে কমিটি হস্তান্তরের ব্যাপারেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি আসছে বছর হ্নীলা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপন করবার আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এরপর অনুষ্ঠানে আগত সকল প্রাক্তন স্টুডেন্টের উপস্থিতিতে আড়ম্বর পরিবেশে কেক কেটে প্রাক্তন ছাত্র পরিষদ হ্নীলা উচ্চ বিদ্যালয়ের ১ দশক পূর্তি উদযাপন স্মরণীয় করে রাখা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs
error: Content is protected !!