★ ” প্রাভাতিক ” ★
মুহাম্মদ নুরুল আমিন।
🇧🇩
রোজ উঠো সকালে
দেখো তীক্ষ্ণ খেয়ালে,
কেমনে বিকেলের ক্লান্তি
উদ্ভাসিত হয় নবো প্রফুল্লে !
প্রাত্যহিক জড়তা-সংকোচ
পরিশ্রান্ত করে দেহ-মন,
অবসন্ন শরীরে বুলিয়ে পরশ
সুষুপ্ত রাখে নিশি-ক্ষণ।
যবে শুনি সুমধুর সুর
মন হয় বিভোর,
সুবহের ঐশ্বরিক সমীরে
নিবেদি নতশির, চরণে প্রভূর।
দেখি প্রাভাতিক কালে
স্বর্গীয় স্পর্শ লেগেছে ভালে,
প্রত্যেকটি নূতন দিবসের সূচনায়
প্রকৃতি যেন জেগেছে নূতন প্রাণে !