প্রেম হয়না বিকি-কিনি
**********************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
****************************
অতি উল্লাস যেন বালির বাঁধ
ফুঁসে উঠে যবে ব্যথার ঢেউ কালান্তর
দুখেরা সুখ নাশে চলে অবিরাম
ডুবে প্রমোদ তরী,যেনো নীড়হারা পাখি,
খুনি শিকারির বলি কাঁদে ঝর্ণা আঁখি,
জীবন দিবাকর অবেলায় লুকাবে মুখ
দুঃসহ জীবনে তুমি কাটাবে দুর্ভোগ।
ষোল বসন্ত করেছি পার চিন্তাহীন
সাইমুম ঝড়ো গতি ধ্বংস করে প্রকৃতি
অবলার দু’চালা ঘর,ছিল পদ্ম সরোবর
দুষ্টু নাগিনীর ছোবল ছিল,ছিল বেখেয়ালি মন
রক্তক্ষরণ হৃদে আঘাত জীবন সিঁড়িতে
খেয়া হারিয়ে তরীহীনমন নদীর মাঝে
বাঁচার ক্ষীণ আশাতে,চলো ভালোবাসাবাসিতে।
বুঝবে তুমি বুঝবে, ডুববে তরী ডুববে-
ঝড়-তুফানে হাল ছাড়েনি ভুলা মন
সন্ধ্যাপ্রদীপ জোনাকিরা জ্বালে, কাশবনে
বিরহী কণ্ঠে নিশুথী রাতে জোড়হারা করুণ
কোকিলা গানে চমকিত প্রেমকাতুরে দেহ
লাউ ডগার নাচন তুলে,ফেরিওলা হাঁকে
কখনো হয়না প্রেম হাঁটে বিকি-কিনি।
********************************************