মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান ” এই শপথ বাস্তবায়নে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারন সম্পাদকের নির্দেশনায় কক্সবাজার মডেল হাই স্কুল শাখা ছাত্রলীগের আহ্বায়ক কামরুল হাসান ফাহিম এর উদ্যোগে প্রথম দফায় কক্সবাজারের বেশ কয়েকটি পয়েন্টে বৃক্ষ রোপণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ কর্মী তানজিম হাসান, জামাল হোছেন, আমিরুল ইসলাম, মোহাম্মদ তানজিদ,রাসেল,ফারুক প্রমুখ।
তিন মাসব্যাপী বাংলাদেশ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচির সাফল্য কামনা করে ছাত্রলীগ কর্মী কামরুল হাসান ফাহিম বলেন, সৃষ্টির বুকে প্রাণিকূলের বেঁচে থাকার পেছনে বৃক্ষের রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। বৃক্ষ মূলত পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখে। পৃথিবীকে বসবাসের উপযোগী করতে ও প্রাকৃতিক বিপর্যয়ের করাল গ্রাস থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তাই বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে, পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।