বগুড়ার শেরপুরে প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী দুই স্ত্রীর স্বামী হাসান (৪০) এর হাত ধরে বাহির হয়ে যায়। এ ঘটনায় ভুয়া কাবিননামার সার্টিফিকেট বানিয়ে দিয়ে বগুড়ার কাহালুর মালঞ্চ এলাকার কাজী এ.কে.এম আনোয়ার হোসেন বিয়ে পড়ায়। ঘটনাটি ঘটেছে শেরপুর উপজেলার ভবানিপুর ইউনিয়নের ছোনকা গ্রামের কদম আলীর মেয়ে গোয়ালজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সাথী আক্তার। এ ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনা ঝড় উঠেছে।
জানাযায়, গত ১৪ জুন রাত্রিতে ছোনকা গ্রামের কদম আলীর মেয়ে গোয়ালজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সাথী আক্তার দড়ি হাসড়া গ্রামের মোখলেছ উদ্দিনের ছেলে হাসান আলী সেখ (৪০) দুটি স্ত্রী রেখে পঞ্চম শ্রেণীর ছাত্রী সাথী আক্তারকে নিয়ে উধাও হয়ে যায়। পরে এ ব্যাপারে শেরপুর থানায় (১৫ জুন) সোমবার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। কিন্তু সাথী আক্তারের বয়স ৩ মার্চ ২০০১ সাল দেখিয়ে ১৬ জুন ২০২০ বিয়ে পড়ায় কাজী এ.কে.এম আনোয়ার হোসেন। তাদের উদ্ধার করা হলেও তৃতীয় স্ত্রীর মর্যাদা পেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী সাথী আক্তার স্বামীর বাড়ীতে ঘর সংসার করছেন।