১৫ দিন পর বাংলাদেশী ৯ জেলেকে ফেরত পাঠিয়েছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী(বিজিপি)। আইনি প্রক্রিয়া শেষে এই ৯ জেলেকে ফেরত দিলো মিয়ানমার। মিয়ারমারের মংডুতে বিজিবি ও বিজিপি এবং মিয়ানমার ইমিগ্রেশনের সঙ্গে বৈঠক শেষে টেকনাফ সীমান্ত দিয়ে বুধবার বিকেলে তাদের ফেরত আনা হয়েছে। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে: কর্নেল ফয়সাল হাসান খান সংবাদের সত্যতা নিশ্চিত করেন। ফেরত আসা বাংলাদেশি জেলেরা হলেন, মো. নুরুল আলম, মো. ইসমাইল হেসেন, মো. ইলিয়াছ, মোঃ জকরিয়া পুত্র মো. ইউনুছ আলী (২৫), গুল হোছেনের পুত্র মোহাম্মদ কালা ওরফে কালাবদা, সাইফুল ইসলাম, সলিমুল্লা, মো. কামাল মিয়া (২০) ও মো. লালু মিয়া (৩০)।
জানা যায়,গত ১০ নভেম্বর মঙ্গলবার ভোর ৪টার দিকে নাফনদী ও বঙ্গোপসাগরের মোহনায় টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঘোলাপাড়া এলাকার মোহাম্মদ আমিনের মালিকানাধীন একটি নৌকা নিয়ে ৯ জেলে মাছ শিকারে যায়। মাছ শিকারের সময় নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে নাফ নদী ও সাগরের মোহনায় নৌকাটি ভাসতে থাকে। পরে বিকাল ৩টার দিকে মিয়ানমারের বিজিপির সদস্যরা ভাসমান অবস্থায় ৯ জন জেলেসহ নৌকাটিকে অস্ত্রের মুখে মিয়ানমারের “হাসসুরাতা” সীমান্ত চৌকিতে নিয়ে যান।