বাংলাদেশ মানবাধিকার কমিশন টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
৫ মে (বুধবার) টেকনাফ উপজেলা মানবাধিকার কমিশনের কার্যালয়ে বিকাল ৪ টায় গরীব, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন টেকনাফ উপজেলা মানবাধিকার কমিশন এর ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ ওসমান গনি।
টেকনাফ উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি আলহাজ্ব আবদুল জব্বারের সভাপতিত্বে
টেকনাফ উপজেলা মানবাধিকার কমিশন এর সাধারণ সম্পাদক আবদুল হকের সঞ্চালনায়
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অঞ্চলিক শাখার সহ-সভাপতি দিলরুবা খানম কাউন্সিলর, আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি মোহাম্মদ সাইফুল আলম রাসেল।
উপস্থিত ছিলেন- টেকনাফ উপজেলা মানবাধিকার কমিশন এর নির্বাহী সভাপতি আলহাজ্ব আহমদ হোসেন মেম্বার, সহ-সভাপতি মৌঃ আশরাফ আলী, সহ-সভাপতি ওসমান গণি, যুগ্ন সাধারণ সম্পাদক রহমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ওবাইয়েদ উল্লাহ, প্রচার সম্পাদক ফরহাদ রহমান, আইন বিষয়ক সম্পাদক রিপন পাল, সহ আইন বিষয়ক সম্পাদক নুরুল আমিন, দপ্তর সম্পাদক ইমান শরীফ, মহিলাবিষয়ক সম্পাদক আজিজা বেগম সহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বলেন- আমরা সকলেই মানবিক মূল্যবোধ থেকে সমাজে নিপীড়িত, নির্যাতিত অবহেলিত মানুষের পক্ষে মানবিক মূল্যবোধের জায়গায় থেকে কথা বলার যে চেতনা,
তার সাংগঠনিক রূপ রেখায় অনুমোদিত হওয়ায় আমরা টেকনাফ মানবাধিকার কর্মীরা উদ্ভূদ্ধ হয়েছি।
মানুষের জীবন, অধিকার, সমতা এবং মর্যাদাপূর্ণ জীবন যাপনের জন্য সুযোগ সুবিধাগুলিই মানবাধিকার। মানবাধিকার মানুষের জন্মগত অধিকার। অধিকারগুলি কেউ কখনো কারো কাছ থেকে কেড়ে নিতে পারে না।
পাশাপাশি এ অধিকার সমাজে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে মানুষের পক্ষে কথা বলা, সমাজের অসঙ্গতি তোলে ধরা, ন্যায় ভিত্তিক সম অধিকার প্রতিষ্ঠা করাও অনেক সময় নৈতিক দায়িত্ব হয়ে উঠে।
দায়িত্ব ও এই নৈতিক মূল্যবোধ থেকে নব গঠিত টেকনাফ উপজেলা মানবাধিকার কমিশন নব যাত্রা সূচনা হওয়ায় আমরা আনন্দিত।
সত্য ন্যায় মানবতার পক্ষে কথা বলার প্রতিশ্রুতিবদ্ধ।