টেকনাফের বাহারছড়া শীতবস্ত্র মেলা করোনা মহামারি কারণে বন্ধ করে দেয়া হয়েছে।সাথে আদেশ অমান্য করায় ৩০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে মেলা কর্তৃপক্ষে।
মঙ্গলবার (২৩ মার্চ) রাত সাড়ে ১০.৩০ টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রিট আবুল মনসুরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।এসময় বাহারছড়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আহমেদ বুলবুল ও শফিউল আলমসহ পুলিশ সদস্যরা সঙ্গে ছিলেন।সারাদেশে দ্বিতীয় দফায় কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণবৃদ্ধি রোধে মাস্কপরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে প্রশাসন ।এদিকে টেকনাফ মঙ্গলবার কোভিড১৯ এ ৯ জন শনাক্ত হয়েছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল মনসুর জানান,’করোনার ঝুঁকির কারণে জনসমাগম টেকাতে মেলা বন্ধ করে দেয়া হয় এবং আদেশ অমান্য করার কারণে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে আগামীকাল থেকে মেলা স্থগিত থাকবে’।