গত ১৬ই অক্টোবর শুক্রবার কক্সবাজার জেলার অনলাইন পোর্টাল নিউজ কক্সবাজার ডটকম নামে অনলাইন পোর্টাল থেকে “বাহারছড়ায় সাংবাদিক জাফরের বসতবাড়ির গাছ কেটে ধ্বংস করেছে মানবপাচারকারী চক্র” শিরোনামে প্রকাশিত সংবাদে আমাদেরকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট সংবাদ। আমার বসত বাড়ির সীমানার গাছ কাটানোর কারণে ক্ষিপ্ত হয়ে স্থানীয় নামে সাংবাদিক জাফর আলমসহ একদল কুচক্রী মহল তার ও তাদের স্বার্থ হাসিলের উদ্দ্যেশ্যে মানবপাচারকারী ও ইয়াবা ব্যবসায়ী বানানোর চেষ্টা করে যাচ্ছে এটি একটি সাজানো নাটক। জীবনে কোনদিন কোনো সময়ে আমরা কোন দিন মানবপাচার ও ইয়াবা ব্যবসায়ের সঙ্গে জড়িত নাই এবং ছিলামনা। উক্ত দলটি স্বার্থ হাসিলের লক্ষে আমাদের পিছু উঠে পড়ে লেগেছে আমাদেরকে ফাঁসানোর জন্য। অনলাইন নিউজ পোর্টাল নিউজ কক্সবাজার ডটকমে প্রকাশিত নিউজে স্থানীয়দের দাবী। আমাদের বিরুদ্ধে যে কথাগুলো লিখা/ ছাপানো হয়েছে তা ষড়যন্ত্রেরই অংশবিশেষ, এবং একথা স্পষ্ট যে, আমার বাবা শফি উল্লাহ একজন বৃদ্ধ লোক ও আমার ভাই শহিদ উল্লাহ পেশায় একজন জেলে এবং আমি একজন প্রকৃত (এডরুক লিমিটেড) ঔষুধ কোম্পানি’র চাকরিজীবী হই। সেখানে দেশ বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার প্রশ্নই আসে না।পারিবারিক শত্রুতার কারনে বা স্বার্ত হাসিলের জন্য আমাদের বিরুদ্ধে এত বড় জঘন্যতম মিথ্যা বানোয়াট ভুলি সাংবাদ দিয়ে আমাদেরকে ফাঁসাতে চাচ্ছে সুতারাং কেউ সংবাদটি দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।
একটি কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে বদনাম রটাতে একজন সংবাদকর্মীকে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেছেন। উক্ত সংবাদটি উদ্দেশ্যপ্রণীতভাবে ছাপানোর ব্যবস্থা করেছে একটি মহল। আমাদের মতে, আমাদেরকে মানবপাচারকারী ও ইয়াবা ব্যবসায়ী সাজাতে পারলে ঐ মহলটির বিশেষ কোন ফায়দা হাসিল হবে। তাই আমাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। পাশপাশি উক্ত মিথ্যা সংবাদে সংশ্লিষ্ট প্রশাসনসহ কাউকে বিচলিত না হওয়ার জন্য বিশেষ ভাবে আহবান জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোঃ আরিফ উল্লাহ,
পিতা- মোহাম্মদ শফি উল্লাহ।
গ্রাম- শামলা পুর, ২নং ওয়ার্ড, বাহার ছড়া, টেকনাফ,কক্সবাজার।
মোবাইল নং – 01884152950
পেশা- চাকরিজীবী।