টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা দুই মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) “র সদস্যরা।
আটকরা হলেন ছৈয়দ হোসনের পুত্র জামাল হোসেন ও ইমাম হোসেনের পুত্র নুরুল হক। রবিবার (২৯ই আগস্ট) ভোরে হোয়াইক্যং ইউপির উনছিপ্রাংয়ের রইক্ষ্যং ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারি পরিচালক সিরাজুল মোস্তফা জানান,উনছিপ্রাং ও কুতুপালং রোহিঙ্গা শিবিরে ইয়াবা বিকিকিনি হচ্ছে এমন গুপ্ত তথ্যের নিমিত্তে সঙ্গীয় ফোর্সসহ অভিযানে যায়।তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে মাদক কারবারিদের আটক করতে সক্ষম হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের সদস্যরা।
এসময় ধৃতদের স্বীকারোক্তি অনুযায়ী অভিনব কায়েদায় লুকিয়ে রাখা ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেপ্তার মাদক কারবারিদের আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারি পরিচালক সিরাজুল মোস্তফা।