
নিজস্ব প্রতিবেদন :
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মিনাবাজার গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হওয়া মোহাম্মদ বেলাল পেশায় একজন রাজ মিস্ত্রী । তিনি নিয়মিত রাজ মিস্ত্রির কাজ করে নিজের সংসার সুন্দর ভাবে চালাতেন। খুব সুন্দর ভাবে খাটছিল তার সাংসারিক জীবন। ভাগ্যের নির্মম পরিহাস, রীতিমত কাজ করতে গেলে হঠাৎ ঐ বাড়িতে বিদ্যুতের শর্ট লেগে গুরুতর আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে টাকার অভাবে সু-চিকিৎসা না পেয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। ডাক্তার বলেছেন,বেলাল কে সুস্থ করার জন্য ১০থেকে ১৫ লাখ টাকার প্রয়োজন। তাই তিনি নিরোপায় হয়ে হৃদয়বান ভাই ও দেশবাসীর কাছে সাহায্যের জন্য আকুল আবেদন করেছেন ।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ
থানাঃ টেকনাফ
গ্রামঃ মিনাবাজার
রোগির নামঃবেলাল
রোগীর ভাই :
দেলোয়ার হোছাইন
মোবাইল নং ০১৮৫৭-১৬৯৪৪০
বিকাশ নং ০১৮৪০-১৬৪০০১ সাহায্য পাঠানোর সময় যোগাযোগ করে পাঠাতে পারবেন।
এ জাতীয় আরো খবর..