ব্রাহ্মণবাড়িয়ায় ৪৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৮ কেজি গাঁজা, ৮০ বোতল ফেন্সিডিল,৩০৫ বোতল ইস্কফ ও ৫ লিটার ভারতীয় মবিল, মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার ৩২০ টাকা, ৫০০ পিস ভারতীয় বেটনোবেট ক্রিম, ১৮৫০ পিস ভারতীয় পন্ডস্ পাউডারসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ও বিজিবির সদস্যরা।
রোববার সকালে জেলার আশুগঞ্জের টোল প্লাজা ও শনিবার বিকেলে রাতে জেলার বিজয়নগর,আখাউড়া এবং কসবা উপজেলার বিভিন্নস্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় মাদকদ্রব্যবাহী একটি পিকআপ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার বলাসপুর (নয়াপাড়া) গ্রামে মোন্তা মিয়া-(২৫), একই জেলার চর-কালীবাড়ি গ্রামের সেলিম মিয়া-(৩০), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আফজালপুর গ্রামের মোহাম্মদ আলী-(৩৪) ও একই উপজেলার বাণেশ্বরপুর গ্রামের শাখাওয়াত হোসেন-(২৮),ঢাকার খিলগাঁও থানার ত্রিমোহনী এলাকার মুন্না হোসেন-(২৮) এবং তার স্ত্রী বিলকিস বানু-(২৫)।