ভোলার জলদস্যু সরদার সফিকুল ইসলাম সফি পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে নিহত হয়েছে। গত রাতে ভোলার ভেদুরিয়া ঘাটের বালুর মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, পুলিশ অস্ত্র উদ্ধারের জন্য রাতে সফিকে নিয়ে ভেদুরিয়া গেলে সেখানে জলদস্যু নেতা সফিকে ছিনিয়ে নিতে তার বাহিনী পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশ আত্ন রক্ষার্থে গুলি ছুড়লে দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে জলদস্যু সরদার সফি নিহত হয়। পুলিশের কয়েকজন আহত হয়। আগ্নে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। ওয়াটার লড সফির বাড়ি ভোলা সদর উপজেলার ২নং ইলিশার কালুপুরের ১নং ওয়ার্ডের মুনাফ বেপারীর ছেলে। উল্লেখ্য শফি বাহিনীর তান্ডবে মেঘনার জেলেরা অতিষ্ঠ হয়ে উঠে। কয়েক মাস আগে সফি মুক্তি পণের জন্য গুলি করে এক জেলেকে হত্যা করে যাহা আদালতের ১৬৪ ধারার জবানবন্দিতে স্বীকৃত।
ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে জলদস্যু নেতা সফি নিহত হওয়ার খবরে ইলিশা রাজাপুরের জেলে পল্লীতে স্বস্তি প্রকাশ করেছেন জেলেরা।