মজলুমের কান্না
**************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
****************************
অ-দিয়ে লেখি যদি অজগর
আমার দেশের নেতাদের
নাই কোন অবসর –
দূর্ণীতি,চুরি, আত্মসাতে
ভরায় তাদের জঠর।
আ-দিয়ে লেখি আমি আল্লাহ্
তিনি চিরঞ্জীব লা – শরিক
” লা-ইলাহা ইল্লাল্লাহ্ ”
তিনি অমর, অব্যয়,অক্ষয়
খালেক,মালেক গায়রুল্লাহ্।
ই-দিয়ে লিখবো আমি ইক্ষু
এখন দেখি নেতারা সব –
আত্মসাতে গরীব মারার ভিক্ষু,
ই-দিয়ে যদি হই ইট
দেখো দালান-কোঠার ভিড়
কেয়ামতের আলামতে
পুরো বিশ্ব হয়েছে অস্থির।
ঈ-দিয়ে লেখি যদি ঈদ
বিশ্বজুড়ে মজলুম কাঁদে
এবার ভাঙ্গো জাতির নিদ।
উ-তে লিখো উলঙ্গপনা
নীতিহীনে এখন সবে জ্বীহাপনা
আমড়া গাছের ঢেঁকি মার্কা
দেশে হইছে সকল নেতা –
চামচার দলের তেল মালিশে
বলা যায়না সত্যকথা।
ঊ-তে আনবো নতুন ঊষা
গরীবের হক চুরি করে যারা
তাদের ঘাড়ে লাথি মা’র সোজা
অনিয়ম আর দলবাজি,স্বজনপ্রীতির কাজী
নব আশায় কর্ম সাজায়
তাড়াবো অনিয়ম সব আজি।
ঋ-তে লিখা যদি হই ঋণ
দেখো জাতি দু-চোখ খুলে
ঋণের ভারে হবে একদিন
দেশের অস্তিত্ব বিলীন।
এ-তে লেখি মনে একিন
আল্লাহর উপর বিশ্বাস রাখুন
ওরে বিশ্ব মুসলেমিন –
কত-শত মহামারী ধ্বংস লীলাখেলা
জালেম ধ্বংসে পাঠিয়েছিল নিরাকার মাওলা।
ঐ-তে যদি লেখি ঐশীবাণী
মানব তরে শান্তির বিধান,
আল্লাহ্ পাঠান কুরানখানী
আবাবিলের পাথর যুদ্ধে
পরাজিত আবরাহার ঐরাবত বাহিনী
কুরানেতে আছে লেখা পবিত্র
আল্লাহর ঘর ক্বাবা রক্ষার এ কাহিনী।
ও-তে ওকাজমেলা করি বর্ণন এবেলে
ক্বাবা ঘরে বসতো মেলা মক্কায় সেকেলে
মদ-জুয়া,নাচ-গানেথাকতো তারা মশগুল
খুন -খারাবির হুলিখেলায় থাকতো নিত্য গন্ডগোল
আল্লাহর সাথে করতো শিরক নানান পুঁজো দিয়ে
ক্বাবা ঘরটি ভরতি করে ৩৬০ টি মূর্তি নিয়ে
বিশ্বমাঝে দৃশ্য ছিল যুগটি আইয়্যামে জাহেলিয়া
বিশ্ববাসীর হেদায়তে পাঠায় রাসূল পবিত্র কুরআন দিয়া।
ঔ-তে এসে শেষে লেখি ঔচিত্য
সত্যের কাছে সর্বশক্তি হয়রে পরাজিত
শত্রুদের দেয় ক্ষমা মক্কা বিজয় কালে
এমন নজির নাই-ছিলোনা ইতিহাসে কোনকালে
দয়াল নবীর দয়া দেখে অমুসলিম দলে-দলে
চলে এলো ইসলামের সুশীতল ছায়াতলে।
স্বরবর্ণ পরের তরে উপকারী সদা
ব্যঞ্জবর্ণ সাজাই বাণী দিয়ে স্বরবর্ণের মেধা
বর্ণ চোরা,ত্রাণ চোরা কলংকিত অধ্যায়
কাফের -মুশরিক,চোর মিলে
মজলুমদের কাঁদায়।