বরেণ্য সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তি, ইউপি সদস্য মরজিনা আক্তার গুরুতর অসুস্থ হয়ে ইবনে সিনা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তিনি টেকনাফের হ্নীলা ইউপির ৭,৮,৯ নং ওয়ার্ডের তিন বারের নিবাচিত জনপ্রিয় মহিলা সদস্য ।
প্রতিবেদককে ফোনে ইউপি সদস্য মরজিনা আক্তার জানান,নির্বাচনের পর থেকে সে অসুস্থ হয়ে পড়েছেন। যে সময়ে মানুষের কাছে থাকার কথা, সে সময় তাকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে হচ্ছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন,জনগণ আমাকে ভালবেসে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন,কিন্তু অসুস্থতার কারণে তাদের পাশে দাঁড়াতে পারছি না। এই জন্য সকলের ক্ষমা চান।
তার সুস্থতার সকলের কাছে দোয়া কামনা করেছেন। আল্লাহর রহমতে সকলের দোয়ার বরকতে আবারো জনগণের কাছে ফিরে আসবেন বলে আশা ব্যক্ত করেন।