আমি আব্দুল জলিল তালুকদার সহ-সভাপতি,
বাইতুল একরাম মিয়া জামে মসজিদ ষাটপাকিয়া;
নলছিটি গ্রাম ঝালকাঠী।
ষাটপাকিয়া নলছিটি ৭নং ওয়ার্ড গ্রামের একজন বাসিন্দা । আমাদের গ্রামের একমাত্র মসজিদ টি খুবই ঝুঁকিপূর্ণ ।
সেখানে দীর্ঘদিন ধরে গ্রামের অনেক মুসল্লী ঝুঁকি নিয়ে এক সাথে নামাজ আদায় করে। কিন্তু পরিতাপের বিষয় মসজিদের ছাদ নাই। ফলে বর্ষা এলে মুসল্লীদের নামাজ আদায় করা খুবই কষ্ট কর।
তাই জরুরী ভিত্তিতে মসজিদটির ছাদ নির্মাণ করতে
টাকার প্রয়োজন।
পরে পুননির্মাণ এর চিন্তা করলেও , আর্থিক দিক বিবেচনা করে পিছু হটতে হয় । কেননা একটা দ্বিতল মসজিদ করতে প্রচুর অর্থ প্রয়োজন ।
এমতাবস্থায় ষাটপাকিয়া নলছিটি গ্রামের ৭নং ওয়ার্ড বাসীর পক্ষ থেকে আকুল আবেদন, ডিজিটাল ষাটপাকিয়া নলছিটি বাইতুল একরাম মিয়া জামে মসজিদ গড়ার লক্ষে আপনার গৃহীত উদ্যোগের পাশাপাশি , আমাদের আর্থিক সহায়তা করে মসজিদ নির্মাণে সহায়তা করুন।
মোবাইলঃ 01732195793