মাওলানা মাহমুদ আলী দেশের শীর্ষস্থানীয় আলেমদের একজন। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও হযরতের পরিচিতি বিস্তৃত।
তিনি কক্সবাজার লাইট হাউজ মাদ্রাসার পরিচালক। এহতেমাম এর পাশাপাশি অনেকগুলো সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে দেশ ও মানবতার সেবায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এ কর্মবীর। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি। হযরতকে দেশের প্রতিনিধিত্বশীল উলামাদের সংগঠন জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ এর কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
অদ্য জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভায় তাঁকে এ পদে মনোনীত করা হয়।
উল্লেখ্য যে ড. আল্লামা জসিমউদদীন নদভী রহঃ এর ইন্তেকালে সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদটি খালি হওয়ায় উক্ত দায়িত্বে হজরতকে নিযুক্ত করা হয়েছে।
মাওলানা মোহাম্মদ আলীকে উক্ত পদে মনোনীত করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সেক্রেটারী মাওলানা মুহাম্মদ শুয়াইব, জয়েন্ট সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ ফরিদুল আলম এবং সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাশেদ আনোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ তৈয়ব আরমানসহ জেলা ও উপজেলা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়েছেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, হযরত নিজের আন্তর্জাতিক পরিচিতি ও সার্বিক যোগ্যতার অনুবলে তাঁর উপর অর্পিত দায়িত্বের মাধ্যমে ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কার্যক্রমকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নততর করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।