সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টানটান উত্তেজনায় শেষ হল শেখ রাসেল গোল্ডকাপ;বিজয়ীদের পুরষ্কার তুলে দেন অতিথিগণ টেকনাফে মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের উপকারভোগীদের মধ্যে প্রশিক্ষণ পরবর্তী নগদ অর্থ সহায়তা বিতরণ টেকনাফে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অভাবনীয় সফলতায় মেম্বার এনামের প্রতিষ্ঠিত বালিকা মাদ্রাসা টেকনাফে “অক্সফাম” কর্তৃক ভাউচার প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ “মুক্তি” কক্সবাজার কর্তৃক উপকারভোগীদের মাঝে কৃষি উপকরণ ও নগদ টাকা বিতরণ “বাংলাদেশ সমতা ঐক্য পরিষদ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী শাখার তৃতীয় মেয়াদে কমিটি গঠিত “মানবাধিকার দিবস” উপলক্ষে টেকনাফে কোস্ট ফাউন্ডেশনের সেমিনার রামুতে সূর্যের হাসি যুব সংঘ ও প্রবাসী ফোরামের উদ্যোগে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মুক্তি” কক্সবাজার কর্তৃক টেকনাফে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

মাওলানা মোহাম্মদ আলী জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা ও টেকনাফ উপজেলার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা

মোহাম্মদ ইউনুছ আরমান, টেকনাফ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৭৪৫ বার পঠিত

মাওলানা মাহমুদ আলী দেশের শীর্ষস্থানীয় আলেমদের একজন। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও হযরতের পরিচিতি বিস্তৃত।

তিনি কক্সবাজার লাইট হাউজ মাদ্রাসার পরিচালক। এহতেমাম এর পাশাপাশি অনেকগুলো সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে দেশ ও মানবতার সেবায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এ কর্মবীর। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি। হযরতকে দেশের প্রতিনিধিত্বশীল উলামাদের সংগঠন জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ এর কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

অদ্য জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভায় তাঁকে এ পদে মনোনীত করা হয়।

উল্লেখ্য যে ড. আল্লামা জসিমউদদীন নদভী রহঃ এর ইন্তেকালে সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদটি খালি হওয়ায় উক্ত দায়িত্বে হজরতকে নিযুক্ত করা হয়েছে।

মাওলানা মোহাম্মদ আলীকে উক্ত পদে মনোনীত করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সেক্রেটারী মাওলানা মুহাম্মদ শুয়াইব, জয়েন্ট সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ ফরিদুল আলম এবং সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাশেদ আনোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ তৈয়ব আরমানসহ জেলা ও উপজেলা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়েছেন।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, হযরত নিজের আন্তর্জাতিক পরিচিতি ও সার্বিক যোগ্যতার অনুবলে তাঁর উপর অর্পিত দায়িত্বের মাধ্যমে ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কার্যক্রমকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নততর করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs
error: Content is protected !!