সোমবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে বারোটারদিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামি টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার রশিদ আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ইন্সপেক্টর (ওসি তদন্ত) নাসির উদ্দিন মজুমদার।
সোমবার রাত সাড়ে বারোটার দিকে মাদক উদ্ধারের অভিযানে গিয়ে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকায় জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে । পরে তার হেফাজত থেকে একটি বিদেশী লোডেড পিস্তল ও দুই রাউন্ড বুলেট উদ্ধার করা হয়। মাদক উদ্ধারের অভিযানে গিয়ে পাওয়া গেল এই বিদেশী পিস্তল ও বুলেট।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি তদন্ত।