গত শনিবার (২৭ জুন২০২০) বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে (ওসির দিক নির্দেশনায় ) নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মোঃ এনামুল হক তার সঙ্গীয় ফোর্সসহ ঘুমধুম পশ্চিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪৯,৫৬৫ (ঊনপঞ্চাশ হাজার পাঁচশত পয়ষট্টি) পিস কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে নাইক্ষ্যংছড়ি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ঘুমধুম পশ্চিম পাড়া, ৫নং ওয়ার্ডের মকবুল ছোবাহানের ছেলে মোঃ রশিদ (৩৫) ও তার আরেক ছেলে লুৎফর রহমান (২৩), এবং মৃত মীর কাশেমের ছেলে ছৈয়দ আলম (৩৫)। তাদের বিরুদ্ধে এসআইন(নিঃ) মোঃ এনামুল হক নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করে। এ সংক্রান্ত পলাতক আরো ০৪ জনের বিরুদ্ধে মামলার এজাহার দায়ের করেন বলে জানান মাতৃজগত টিমকে । এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন জানান সরকার মাদকের বিরুদ্ধে যে নীতিমালা নির্ধারণ করেছে তা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করে যাবো। এবং যোগদানের শুরুতে মাদক কারবারির বিরুদ্ধে অভিযান দিয়ে দায়িত্ব সূচনা করলাম এবং মাদক কারবারি, সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।