মায়ের ঘ্রাণ
***********
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
****************************
[ উৎসর্গ:-গত ১৫/১০/২০২০ তারিখে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিসা গ্রামে খুনি নরপিশাচদের হাতে মা-বাবা, ভাই-বোন হারিয়ে এতিম হয়ে যাওয়া মাত্র চার মাসের অবুঝ শিশু মারিয়ার প্রতি।]
**********************************************
আপন নিবাসে সীমার হাসে
জল্লাদি মন হইতো আপন –
নইতো পর,সীমারের দল
ঘুমের ঘোরে বিভোর জন ;
কাঁপেনি হাত,কূল-বংশ বজ্জাত
নৃশংসভাবে করে দেয় জবাই!
মৃত্যুর সাধ পান করে সবাই
” রাখে আল্লাহ্ মারে কে ”
বেঁচে যায় অবুঝ শিশু মারিয়ায়
চার মাস বয়সের মানব কুঁড়ি
মা-বাবা হারায় আজ বড় অসহায়।
কার কাছে গেলে পাবে সে
বলো তার মায়ের ঘ্রাণ ;
একটুও কি কাঁপেনি সে রাতে
এ অবুঝ শিশুকে দেখে খুনিদের প্রাণ ?
আকাশ করেছে কান্না
দেখে সেই হিরে-মতি পান্না,
রুধিতে পারিনি নয়ন ঝর্ণা
ফুটন্ত গোলাপ যেন হাসে
এতিম শিশু মারিয়ার মুখখানা।
এসব খুনি নরপিশাচদের
ফাঁসিতে কার্যকর হোক বিচার,
দুর্ণীতির অভয়াশ্রম দেখি আজ
ঘুষখোর নীতিহীনের মাঝ ।
হোক ” খুনকা বদলা খুন ”
দেখুক আইন চাঁদ মুখ –
তবে পিশাচদের পতন হবে
আইন তার নিজ গতিতে রবে।