বাহারছড়া ইউনিয়নের মেরিনড্রাইভ রোডে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এবার ‘র্যাব সেবা সপ্তাহ’ উদযাপন করা হচ্ছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) মধ্যরাতে র্যাব-১৫ এর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।
টেকনাফ উপজেলার শামলাপুর মেরিনড্রাভ সড়ক এলাকায় এসব কম্বল বিতরণ করেন র্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি মোঃ শাহ আলম ।
এ সময় র্যাব-১৫ এর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যাব-১৫ সিপিসি-২ এর পক্ষ থেকে ৬৫ পিস কম্বল বিতরণ হবে বলে জানিয়েছে সিনিয়র এএসএপি মোঃ শাহ আলম।