নৌকা চলে রাস্তার উপর
গাড়ি এখন পানিতে,
পোলাও এখন রাজ ঘরে নাই
রান্না টুইন্নার হাঁড়িতে।।
ইয়াবা তোমার বেজায় শক্তি
পা পড়েনা মাটিতে,
হামলা নিশ্চয় হবে একদিন
অসুর শক্তির ঘাঁটিতে।।
কোটি টাকার হইছো মালিক
মোবাইল সদা কানেতে,
বানাইছো এক রাজপ্রাসাদ
নাইতো কোন কাজেতে।।
মানসম্মানের বালাই নাই
পড়ছো টাকার নেশাতে,
রাত বিরাতে হাঁটাহাঁটি
ঘুম চোখে নাই নিশিতে ।।
বন্দুক যুদ্ধ হইছে শুরু
মরবে একদিন গুলিতে,
গাথা হয়ে থাকবে তুমি
মানুষ মুখের পুঁথিতে।।
কালো কারবার ছাড়ো এবার
এসো ধর্মের গলিতে,
মনোযোগ দাও সৎ ব্যবসায়
বসো সত্যের গদিতে ।।
হাতছানিতে ডাকছে কবর
বুকে ধারণ করিতে,
নিশ্বাসের নাই কোন বিশ্বাস
থাকবেনা এই মহিতে।।