মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাথে নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তারা বলেন,করোনায় ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘ দিন দোকানপাট বন্ধ থাকায় মালামালের অনেক ক্ষতি হয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে ব্যবসায়ীরা হিমশিম খাচ্ছেন। তবে আশংকার বিষয় হলো, বিপুল পরিমাণ ক্ষতির কারণে অনেকেই ব্যবসা বন্ধ করে দিতে পারেন।
চেম্বার সভাপতি মোঃ কামাল হোসেন বলেন, করোনা দুর্যোগকালীন সময়ে ব্যবসায়ীদের আর্থিক প্রণোদনার বিষয়ে ইতিমধ্যে ব্যাংকগুলোর সাথে কথা বলেছি এবং চেম্বার ব্যবসায়ীদের জন্য একটি হ্যাল্পডেস্ক স্থাপন করতে যাচ্ছে।
৯ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সিভিল সার্জন ডাঃ তৌউহিদ আহমেদ, বাংলাদেশ দোকান মালিক সমিতির আহবায়ক ও নাসিব মৌলভীবাজারের জেলা সভাপতি বকশি ইকবাল আহমেদ, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আনছার আহমেদ লেছু, দোকান মালিক সমিতির যুগ্ম আহবায়ক শামসুদ্দিন ছানু, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী শরিফ, সহ-সভাপতি মোঃ আবু সুফিয়ান, চেম্বারের পরিচালক হাসান আহমেদ জাবেদ, মৌলভীবাজার বিজনেস ফোরামের সদস্য সচিব সাহাদাত হোসেন প্রমুখ।
সিভিল সার্জন ডাঃ তৌউহিদ আহমেদ বলেন, ২ মাসের মধ্যে মৌলভীবাজারে পিসিআর ল্যাব স্থাপন করা হবে বলে আশাবাদী। তবে হসপিটালের উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, আমরা সবাইকে নিয়ে এক সাথে কাজ করব। সকলে সম্মিলিতভাবে কাজ করলে আমরা করোনা দুর্যোগ কাটিয়ে উঠতে পারব বলে আশা করি।