করোনা (কোভিড-১৯) মহামারিতে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও আজ আক্রান্ত। করোনা মহামারির মাঝে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে আসন্ন পবিত্র ঈদ-উল -আজহায় কোরবানির পশুর ব্যবস্থাপনা।
সাধারণ মানুষকে হাটে যাওয়া থেকে নিরুৎসাহিত করতে এবং ঘরে বসেই কোরবানির পশু কেনার কথা মাথায় রেখে জেলা প্রশাসন, মৌলভীবাজার কর্তৃক অনলাইনে পশুর হাট বিক্রির এই প্ল্যাটফর্ম ‘Smart হাট’ তৈরি করা হয়েছে। ‘Smart হাট’ একদিকে যেমন ক্রেতাদের জন্য পশু ক্রয় সহজলভ্য করবে, তেমনি হাটে ক্রেতাদের ব্যাপক জনসমাগম হ্রাস করে করোনা সংক্রমণ রোধে ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন।
এই প্ল্যাটফর্ম তৈরিতে সার্বিক সহযোগিতা করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ESDP প্রকল্প এবং এটুআই এর একঝাঁক তরুণ ও নিবেদিত প্রাণ স্থানীয় উদ্যোক্তা। খামারীরা তাদের পশুর ছবির সাথে বর্ণনা, ওজন, যোগাযোগের মাধ্যম,পশুর ছবি এবং সংক্ষিপ্ত ভিডিও ধারণ করবেন। ক্রেতারা পছন্দসই পশুর বিক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করে পশু ক্রয় করতে পারবেন।
ক্রেতা এবং বিক্রেতার মাঝে সরাসরি যোগাযোগের একটি মাধ্যম হিসেবে এই প্ল্যাটফর্ম কাজে লাগলেই এ উদ্যোগ স্বার্থক হবে৷ পশু ক্রয়-বিক্রয় সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হলে ২৪ ঘন্টা হটলাইন- 01758533811 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।