অদ্য ১৫ জুলাই রোজ বুধবার মৌলভীবাজার সদরে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী সিরাজ মিয়া (৫০), এর জানাযা ও দাফন-কাফন করেছে ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার।
ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার এর সভাপতি মাওলানা এহসানুল হক জাকারিয়া জানান-মৌলভীবাজার জেলার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মল্লিকসরাই গ্রামের সিরাজ মিয়া পিতা মৃত চান মিয়া, সকাল ৬.৩০ মিনিটের সময় করোনা উপসর্গ নিয়ে ইন্তিকাল করেন। মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব শরীফুল ইসলাম এর অনুমতিক্রমে মৃত ব্যক্তির দাফন-কাফন সম্পন্ন করি। সকাল ১১টা থেকে দাফন কার্য শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত চলে। দুপর ১.৪৫ মিনিটের সময় সভাপতি মাওঃ এহসানুল হক জাকারিয়ার ইমামতিতে, ৬নং একাটুনা ইউপি চেয়ারম্যান জনাব আবু সুফিয়ানের উপস্থিতিতে জানাযার নামাজ সম্পন্ন হয়।
এটা ইকরামুল মুসলিমীনে মৌলভীবাজারের ১৩ম দাফন-কাফন। এর আগে, শ্রীমঙ্গল উপজেলায় ৬ টি, মৌলভীবাজার সদরেআজসহ ৩টি, জুড়ীতে ২টি, বড়লেখায় ১ টি, এবং কুলাউড়া উপজেলায় ১ টি দাফন-কাফনে অংশগ্রহণ করে।