মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামে করোনা উপসর্গ নিয়ে মোঃ আমিনুল তালুকদার (৮৬) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকাল ৯ টার দিকে তিনি মৃত্যু বরন করেন।
ইউপি সদস্য সুফিয়ান আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি গত কয়েকদিন থেকে করোনা উপসর্গ জ¦র,কাশি ও স্বাসকষ্ট নিয়ে ভুগছিলেন।
স্বাস্থ বিধি মেনে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা কমিটি মৃতব্যাক্তির জানাজা ও দাফন সম্পন্ন করবে বলে জানাযায়।
এ পর্যন্ত মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৯ জনে। যাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৯৮ জন। আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন এ পর্যন্ত ১৩ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৬ জনের।